বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং সদরের মনোহর আলী ফকিরবাড়ির এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে কৃষকের চারটি ঘর পুড়ে য়ায়। আগুনে ঘরের নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র ও গরুসহ প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ বাড়ীর লোকজন জানান,(২৪ মে ২০২১)সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার সদর ইউনিয়নের মনোহর আলী ফকির বাড়ির জুলাস মিয়া মিস্ত্রী ও তার ভাই দুলাল মিয়া এবং মো: তাহের ও তার ভাই ইব্রাহীমের বসত ঘরসহ ৪টি ঘর পুড়ে যায়। হঠাৎ করে ঘরের লোকজন আগুন দেখতে পায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তাদের বসত ঘরে গ্রাস করে ফেলে। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা চলায়, পরে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে বসত ঘরটির একপাশে গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা কৃষকের গরুটি আগুনে এক অংশে পুড়ে যায়। এছাড়া তাদের বসত ঘরে থাকা নগদ টাকা, ২টিভি, ৪ফ্রিজ,স্টিলের আলমারী ২টি, চোকেস ৫টি,পাখা ৫টিসহ আসবাপপত্র ভষ্মিভূত হয়। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এছাড়া তাদের একমাত্র সম্বল বসত ঘরটি পুড়ে যাওয়াতে নিঃস্ব হয়ে পড়ে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। বুড়িচং ফায়ার সার্ভিসে সূত্রে জানা যায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান করা যায়নি। ক্ষতিগ্রস্থ পরিবার সদস্যা প্রশাসনের কাছে অর্থিক সহযোগীতা কামনা করেন।
কমেন্ট করুন