আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে আজ ২১ ফেব্রুয়ারী সকাল ১০টায় বুড়িচং উপজেলা চত্বরে রংধনু সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ কর্তৃক প্রকাশিত দেয়ালিকা “চেতনায় বায়ান্ন” উদ্ভোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাহিদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস,ক্লাবের সভাপতি কবি কাজী খোরশেদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবদুল আউয়াল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, বুড়িচং দরবার শরীফের পীর আলহাজ্জ মাওলানা শাহ মুহাম্মদ আবদুল জব্বার, রংধনুর সভাপতি জাকারিয়া খান সৌরভ, কবি মুহাম্মদ সোলায়মান, বিবেকের বুড়িচং উপজেলা আহবায়ক নজির মাহমুদ ভূঁইয়া নছির, বুড়িচং প্রেসক্লাবের তথ্য সম্পাদক আবদুল্লাহ সাব্বির, কবি সাইদুল ইসলাম সুমন, তারেকুল ইসলাম পিয়াস প্রমুখ। পরে দেয়ালিকাটি শহীদ মিনার চত্বরে প্রদর্শন করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থী দেয়ালিকায় প্রকাশিত ছড়া কবিতাগুলো পড়েন।
কমেন্ট করুন