আজ ২৪ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকার সময় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাদ সদরে মাওলানা মোঃ মেহেদী হাসানের বসতঘরে বিদ্যুৎতের শটসার্কিটের মাধ্যমে আগুণের সূত্রপাত হয়ে নগদ টাকা,স্বর্ণালংকার,আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। মাওলানা মোঃ মেহেদী হাসান জানান, সকালে বিদ্যুৎতের শটসার্কিট থেকে আগুণের সুত্রপাত হয়ে মুর্হূতের মধ্যে আগুণের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে আগুনে পুড়ে একটি টিনসেটের ঘর সম্পূর্ণরূপে ছাই হয়ে যায় এবং ঘরে থাকা নগদ ৩ লক্ষ টাকা, ৭ ভুরি স্বর্ণালংকার, ফ্রিজ, আসবাবপত্র, দলিলপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। আনুমানিক ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১২ লক্ষ টাকা। তাদের আত্মচিৎকারে স্থানীয়রা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রে আনতে সক্ষম হয়।
কমেন্ট করুন