বুড়িচংয়ে নব নির্বাচিত এমপি এম এ জাহেরকে সংবর্ধনা, নতুন ভবনের ভিত্তি প্রস্ত্তর স্থাপন এবং বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
মারুফ হোসেন
শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর রাজাপুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কুমিল্লা -৫ এর নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ আবু জাহের কে সংবর্ধনা প্রদান করা, বিদ্যালয়ের ৪ তলা নতুন ভবনের ভিত্তি প্রস্ত্তর স্থাপন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে।
ফুলে ফুলে সিক্ত হলেন সংবর্ধিত প্রধান অতিথি আলহাজ্ব মুহাম্মাদ আবু জাহের এমপি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্থপতি সাঈদ পারভেজ রেজা লতিফ এবং পরিচালনা করেন যৌথ ভাবে সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির ও মোঃ শাহীন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মোঃ সফিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইঞ্জিনিয়ার মোঃ রাসেল, অধ্যাপক মোঃ খোরশেদ আলম,ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কৃষি ব্যাংকের এজিএম আলহাজ্ব আলী আজগর, বিদ্যালয় ভবন নির্মাতা ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মোনাফ,, সাবেক ইউপি সদস্য মোঃ শাহীন কবির।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর।
আরও বক্তব্য রাখেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুস সাত্তার মামুন, আব্দুল জলিল সর্দার, দাতা সদস্য হাজী আব্দুল মোমিন, সাবেক সদস্য সাবেক ইউপি মেম্বার হুমায়ুন কবির খান, যুবলীগ নেতা স্বপন দেওয়ান, জসিম উদ্দিন পাইকোঠা, আব্দুস সালাম রানা চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোহন মিয়া, সিনিয়র সহকারী শিক্ষক সাইফুল আলম, সহকারী শিক্ষক আবুল হাসেম, এম হারুন রশীদ, আবুল বাশার , রবিউল হাসান, হাসিনা আক্তার, নিগার সুলতানা ও আমেনা বেগম প্রমুখ। এসময় এলাকার বিভিন্ন শ্রেণি পেশার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এবং বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অপর দিকে বিদ্যালয়ের পক্ষ থেকে সভাপতি সাঈদ পারভেজ রেজা লতিফ ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর এমপি এমএ জাহেরকে ফুল ও সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন
কমেন্ট করুন