বুড়িচং প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিগন্ত পত্রিকার প্রতিনিধি কাজী খোরশেদ আলমের সভাপতিতে ও সাধারণ সম্পাদক দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবুর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মুসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধির মারুফ কল্প, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ, শিক্ষা সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, সদস্য আলমগীর হোসেন মোল্লা, ফয়েজ আহমদ, গোলাম কিবরিয়া।
সাধারণ সভায় প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও ক্লাবের সার্বিক অগ্রগতির বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
কমেন্ট করুন