বুড়িচংয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সাথে স্মরণ সভা
মোস্তাফিজুর রহমান।।
২০২৪ সালের জুলাই- আগস্টে ছাত্র- জনতার অভ্যূত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর শুক্রবার সকালে বুড়িচং উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো.আজিজুল হক, বুড়িচং উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার ফৌজিয়া আক্তার, বুড়িচং পল্লী বিদ্যুৎ অফিসের ডি জি এম হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. কবির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,ছাত্র আন্দোলনের সমন্বয় তারিকুল ইসলাম পিয়াস, মোঃ ছাব্বির, তানিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
স্মরণ সভায় ২০২৪ সালের জুলাই- আগস্টে ছাত্র- জনতার অভ্যূত্থানে আহতদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইদুল ইসলাম, মামুন মিয়া, এনামুল গাজী, ফিরোজ মিয়া, জুনায়েদ গাজী, মো. ফারদিন ফারাজ, রাফি, শাহজালাল, সৌরভ চক্রবর্তী ও মো. আরিফুল ইসলাম।
কমেন্ট করুন