বুড়িচং প্রতিনিধিঃ
আজ ১৭ মে মঙ্গলবার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উপজেলা নির্বাহি অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে উপজেলার মিলনায়তন অনুষ্ঠিত ক্রীড়া, সাংস্কৃতিক সহ বিভিন্ন ইভেন্টে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসারা হলেন আব্দুল খালেক , মোঃ,কামাল উদ্দিন, আবু মোতালেব, ফতেমা বিন্তে বশির। । উক্ত অনুষ্ঠানে বেগম রোকেয়ার কল্পিত নারীদের স্থান ইন্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুলের মোট ৪ জন শিক্ষার্থী ৫ টি ইভেন্ট এ অংশগ্রহন করে ৩ টি ইভেন্ট এ প্রথম স্থান এবং ২ টি ইভেন্ট এ দ্বিতীয় স্থান অর্জন করে।স্বর্না আক্তার, দশম শ্রেণি (ভরত নাট্যম ,খ বিভাগে-১ম স্থান । রুপালি আক্তার,ক বিভাগ ( ভরত নাট্যম- ১ম স্থান) । আছিয়া নূর,৭ম শ্রেনী ( সৃজনশীল নৃত্য- ১ম স্থান। রিয়া আক্তার, দশম শ্রেণি( লোকনৃত্য- ২য় স্থান, সৃজনশীল নৃত্য -২য় স্থান) । এ প্রতিষ্ঠানের ছাড়াও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রথম স্থান অর্জন কারি শিক্ষার্থীরা আগামী ২২ মে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে জেলা পর্যায়ে অংশগ্রহন করার জন্য নির্বাচিত হয়েছে ।
কমেন্ট করুন