বুড়িচংয়ে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতিমূলক এবং আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।
২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, সকাল ১০টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রতিনিধি মেজর মির্জা,সহকারী কমিশনার ভূমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল হক, বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, ইসলামী ফাউন্ডেশনের আবদুর রহিম,পল্লী বিদ্যূতের ডিজিএম হাফিজুর রহমান, এজিএম রাহাত মাহমুদ,বিজিবি প্রতিনিধি মশিউর রহমান, আব্দুল খালেক,বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বুড়িচং উপজেলা শাখার সভাপতি সমর মিত্র, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ছাত্র প্রতিনিধি তারিকুল ইসলাম পিয়াসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন দলের এবং হিন্দু সম্প্রদায়সহ পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন