বুড়িচংকে গৃহহীন মুক্ত ঘোষণা করেন প্রধান মন্ত্রী।
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি: গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে বুড়িচং উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন-গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা পরিষদের মিলনায়তনে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমানের সভাপতিত্বে বুড়িচং উপজেলাকে গৃহহীনমুক্ত ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা এড. আবুল হাশেম খান এমপি।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক পংকজ বড়ুয়া, বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার,জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু, ওসি আবুল হাসনাত খন্দকার,জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা।
কমেন্ট করুন