1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

বিএনপির মুখে ‘রাষ্ট্র মেরামত’ শুনলে ‘হাসি পায়’: কাদের

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে
  • স্টাফ রিপোর্টার

যে দল দেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে এসেছিল সেই বিএনপির মুখে ‘রাষ্ট্র মেরামতের’ কথা হাস্যকর বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের জাতীয় সম্মেলনের অভ্যর্থনা উপ কমিটির সভায় এমন মন্তব্য করেন।
সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের জানান, ঢাকাবাসীর স্বপ্নের মেট্রোরেল আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
তিনি বলেন, “বিএনপি বলছে রাষ্ট্র কাঠামো মেরামত করবে। শুনলে আসলে হাসি পায়। এই দেশের রাষ্ট্র কাঠামোকে যারা ধ্বংসের দারপ্রান্তে নিয়ে এসেছিল সেই রাষ্ট্র কাঠামোকে তারা আবার মেরামত করবে- যার মেরামত করে শেখ হাসিনা আজকে বাংলাদেশকে উন্নয়নশীল বাংলাদেশ করেছেন। এটা আসলে হাস্যকর। এ ধরনের উদ্ভট কথাবার্তা তারা বলছে।”
সভায় সব ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্মেলন আরও বেগবান করবে সাধারণ মানুষকে। জঙ্গিবাদী, সাম্প্রদায়িক অপশক্তি, এদের অপতৎপরতা রুখতে হবে।
“সেজন্য সকল ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নেত্রী ডাক দিলেই আমাদের দায়িত্ব এবং সংকট মোকাবিলায় ফেইস করব,” যোগ করেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “বুদ্ধিজীবীদের ব্যাপারে বিএনপি বলে কি? বুদ্ধিজীবী হত্যার বিচার করবে এ সরকার হটিয়ে। এসব আজগুবি কথা, বিএনপির নেতাদের মাথার ঠিক নেই। যা চেয়েছিল সব স্বপ্ন কর্পুরের মত উড়ে (গেছে)। এজন্য তারা পাগলিমটা করুক, আমরা আমাদের কাজ করে যাব, কাজের মাধ্যমে আমরা জবাব দিব।”
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছেন শেখ হাসিনা। গুরুত্বপূর্ণ সময়ে আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে। যে সমস্ত কূটনৈতিকরা উল্টো স্রোতে কাজ করছে তাদের দৃষ্টি থাকবে সম্মেলনের দিকে। আমন্ত্রিত অতিথির আপ্যায়ন করতে হবে যথাযথভাবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কাজে লিপ্ত তারা। তারা ডিসেম্বর মাস বেছে নিয়েছে বিজয় দিবসকে। উৎসবকে ম্লান করতে তারা কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগের বিজয় ধরে রাখতে হবে।
সভাপতিমণ্ডলীল সদস্য শেখ সেলিম কূটনৈতিকদের সমালোচনা করে বলেন, তারা শিষ্টাচার লঙ্ঘন করছে। তারা শিষ্টাচার লঙ্ঘন করে একজনের বাড়িতেও গিয়েছে। সে ব্যক্তি নিখোঁজ না কোনো জঙ্গি গ্রুপে যোগ দিয়েছে কি না খোঁজ নেয়া উচিৎ ছিল। এসব বন্ধ করতে হবে। পররাষ্ট্রমন্ত্রীকে এ ব্যাপারে কড়া ভূমিকা পালনের নির্দেশ নিতে বলেন।
যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, সম্মেলনের অন্তত তিন দিন আগে দাওয়াত কার্ডটি পৌঁছানো দরকার, সময় কম। এই কাজগুলো করার জন্য সবাইকে দায়িত্বশীলভাবে করা উচিৎ। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে কার্ড পৌঁছানো দরকার বলেও মন্তব্য করেন তিনি।
অভ্যার্থনা উপ কমিটির এ সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার কবির, উপ কমিটির সদস্য সচিব দীপু মনি, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন