বাংলাদেশ স্কাউট বুড়িচং উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আপডেট করা হয়েছে
মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
১৮৯
বার পড়া হয়েছে
বাংলাদেশ স্কাুউট, বুড়িচং উপজেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি : ১০ অক্টোবর, মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ত্রি বার্ষিক বাংলাদেশ স্কাউট সম্মেলনে নিম্নোক্ত কমিটি গঠিত হয়। সভাপতি: সাহিদা আক্তার, ইউএনও,বুড়িচং, সহসভাপতি : উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান শিক্ষা অফিসার, ফৌজিয়া আক্তার, প্রধান শিক্ষক, এ কে এম আমিনুল ইসলাম, আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ সাদকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা, প্রধান শিক্ষক ফয়জুন্নেসা সীমা, কাবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কমিশনার: মোঃ মনিরুজ্জামান নিমসার সরকারি প্রাথমিক বিদ্যালয়,কোষাধক্ষ্য: আব্দুল্লাহ আল মামুন প্রধান শিক্ষক ময়নামতি সরকারের প্রাথমিক বিদ্যালয়, সম্পাদক: মোঃ ইসমাইল সিনিয়র শিক্ষক আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, যুগ্ম সম্পাদক: মো আমির হোসেন, সদস্য কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন, কামরুল হাসান। দীর্ঘ অনেক বছর পর আনন্দঘন মূহুর্তের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউএনও শাহিদা আক্তার বলেন, নতুন কমিটি নব উদ্যোমে তাদের মেধা, অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোমলমতি শিশুদের স্কাউট প্রশিক্ষণের মাধ্যমে দেশ বিদেশে শ্রেষ্ঠত্ব অর্জন করার যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলবে।
কমেন্ট করুন