1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ফেনি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করে কোস্ট ফাউন্ডেশন ।

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্ট :

  ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের আমান ধানের চারা বিতরণ করলো কোস্ট ফাউন্ডেশন।।
    ধান কৃষকের প্রাণ, ফসল না হলে পোলাপাইন লইয়া কি খামু এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন ফেনীর মঙ্গলকান্দিতে আমনের চারা নিতে আসা কৃষক নুরুল আলম। তিনি বলেন, আগষ্ট মাসের বন্যায় তার ২ কানি (৮০ শতাংশ) জমির রোপা আমান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধানের চারা রোপন করতে না পারলে পথে বসতে হবে। সকল কৃষকের একই অবস্থা কেউ কাউকে সাহায্য করবে এমন অবস্থাও নেই। তার মত একই অনুভূতি চারা নিতে আসা দুই শতাধিক কৃষক। গতকাল বুধবার জেলার সোনাগাজীর মঙ্গলকান্দি, নবাবপুর ও ফেনী সদরে কালিদহে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মধ্যে স্টার্ট ফান্ডের সহযোগীতায় বিনামূল্যে ধানের চারা বিতরণ করেন বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। বিতরনকৃত প্রতিষ্ঠান জানান, এই চারায় ২৫ একর জমি রোপন করতে পারবে কৃষকরা। ধানের চারা নিতে আসা মোটবীর কৃষক জামাল জানান, ১০ সেপ্টেম্বর মঙ্গলবার আমি মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে ৬০৯০ টাকা ও ১২ প্রকারের প্রয়োজনীয় জরুরী উপকরণ (বালতি, মগ, সেভলন, গামছা ইত্যাদি) পেয়েছি।
ত্রাণ নিতে আসার কৃষকদের অনুরোধে সংগঠনটি দেশের উত্তরাঞ্চল গাইবান্ধা হইতে আমন ধানের চারা সংগ্রহ করে বলে জানান প্রতিষ্ঠানটি। ধানের চারার পাশাপাশি ফেনীর সদর এবং সোনাগাজীর ৪টি ইউনিয়নে ৬০০ পরিবারের মধ্যে নগদ ৬০৯০ টাকা ও জরুরী উপকরণ ও গরুর খাবার বিতরণ চলমান রয়েছে। চাহিদার ভিত্তিতে ক্ষতিগ্রস্থ কমিউনিটিতে কাজের বিনিময়ে অর্থ কর্মসূচিও অব্যাহত রয়েছে বলে জানান, প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিসাব শাখার মো: রাগিব, উপজেলা সমন্বয়কারী সাঈদুর রহমান ও কংকেশ্বর রায়, মাকসুদ, শ্যামল ও বাদশা মিয়া ও এলাকার তরুন স্বেচ্ছা সেবকগণ।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন