ফেনীতে কোস্ট ফাউন্ডেশনের গরুর খাবার বিতরণ করেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা
বুড়িচং প্রতিনিধি।
সদরের কালিদহ ও মোটবীতে ১৭৮ জন খামারীর মধ্যে গরুর দানাদার খাবার বিতরণ করেন বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। সার্ট ফান্ড বাংলাদেশের সহযোগীতায় আজ ১০ অক্টোবর ভালুকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও লক্ষীপুর বাইতুল আমিন ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এই খাবার বিতরণ করা হয়। জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: মোজাম্মেল হক খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রত্যেক খামারীকে এক বস্তা করে ২৫ কেজি ওজনের দানাদার মিশ্রণ খাবার দেওয়া হয়। খামারীদের বন্যা পরবর্তী গরু, ছাগল ও হাঁস মুরগীর যত্ন সম্পর্কে পরামর্শ দেন প্রানি সম্পদ কর্মকর্তা। তিনি পশুর জাত উন্নয়নে সরকারের বিভিন্ন সেবা সমুহের উল্লেখ করে বলেন, উপজেলা প্রানি সম্পদ হতে গরুর উন্নত ঘাসের কাটিং, কৃত্রিম প্রজনন ও চিকিৎসা দেওয়া হয়। প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান বলেন, সদরের কালিদহ, মোটবী এবং সোনাগাজীর মঙ্গলকান্দি ও নবাবপুরে ৪শত খামারীর মধ্যে গরুর খাবার বিতরণ করা হবে। খাবার নিতে আসা খামারীরা বলেন, খাবার দিতে না পারলে গরু পালন সম্ভব নয়, ক্ষতিতে কম মূল্যে গরু বিক্রি করা ছাড়া আর উপায় থাকবে না, এই মুহুর্তে গরুর খাবারের বিকল্প নেই। অনুষ্ঠানে উপজেলা সমন্বয়কারী কংকেশ্বর চন্দ্র রায় ও স্বেচ্ছা সেবক হামিমুর রহমান, শাহরিয়ার খান, হেলাল উদ্দিন শাহিন ও দিদারুল আলম।
কমেন্ট করুন