“নিরাপদ চিকিৎসা চাই” কুমিল্লা মহানগর কমিটির পরিচিতি সভা
কুমিল্লা প্রতিনিধি:
“নিরাপদ চিকিৎসা চাই” কুমিল্লা মহানগর কমিটির পরিচিতি সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর ২০২৩ খ্রিঃ) দুপুরে কুমিল্লার গোমতী বিলাস রিসোর্টে কুমিল্লা মহানগর কমিটির সভাপতি মোঃ জমির হোসেন খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বৃহত্তর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও গনফোরাম কুমিল্লা সাধারণ সম্পাদক এডভোকেট আলিমূল এহছান (রাসেল)।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা
জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক,কবি ও সংগঠক কাজী খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বুড়িচং উপজেলা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন বাচ্চু,
প্রভাষক আজিজুল হাকিম।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর কমিটির সহ-সভাপতি,মোঃ আবদুল আউয়াল সরকার,সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম ভূইয়া, অর্থ সম্পাদক সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
মোঃ মনিরুল ইসলাম মাস্টার
মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার,সদস্য মোঃ আরিফুল ইসলাম,মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
পরে নতুন কমিটির সকলকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন,জেলা কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত মেহমানগণ।
এসময় বক্তারা বলেন,দায়িত্ব কাঁধে নিয়েই আমরা সকলে হাতে হাত মিলিয়ে কাজ করে যাবো’। আমরা চাই, সত্যের উপর দাঁড়িয়ে থেকে মানুষের জন্য কাজ করতে। আর এই অঙ্গিকার নিয়েই আমরা সামনে এগিয়ে যাবো-ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) সামাজিক সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান যুবরাজ খাঁন।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ নেয়ামত উল্লাহ।
কমেন্ট করুন