বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা
বুড়িচং(কুমিল্লা) সংবাদদাতাঃ
দেশ বিরোধী অরাজকতা প্রতিরোধে বুড়িচং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গতকাল ২৫ নভেম্বর সোমবার বিকাল ৪টায় উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে সরকারী হাসপাতাল গেইটে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা যুগ্ম সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম পিয়াসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলা সূরা সদস্য অধ্যাপক মোঃ আবদুল আউয়াল,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়ক ছাব্বির আহম্মদে,শাকিল আহম্মেদ,জেলা সংগঠক নিহাদ সিদ্দিকী,উষার সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মেহেদী হাসান মিরাজ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বু্ড়িচং উপজেলা সেক্রেটারী মাওলানা জাকারিয়া খান, সহকারী সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রিফাত আহম্মদ,আরিফ আহম্মেদ,ময়নামতি ইউনিয়নের দাশিত্বশীল কাউছার আহম্মদ,মোকাম ইউনিয়নের দায়িত্বশীল আবদুল্লাহ আল মামুন,রাজাপুর ইউনিয়নের দায়িত্বশীল মোস্তফা সম্রাট আকবর,কাশেদুল ইসলাম,বুড়িচং উপজেলা প্রতিনিধি মোঃ সুমন মিয়া, মোঃ রিফাত আহম্মেদ, মোঃ আরিফ আহম্মেদ প্রমুখ।
কমেন্ট করুন