স্টাফ রিপোটরার
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমিতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহকালে স্থানীয় সংবাদকর্মী ইসহাক হাসানকে মারধর ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ড্রেজার ব্যবসায়ীর বিরুদ্ধে। শনিবার (১জুন) বিকেলে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিক শনিবার রাতে দেবীদ্বার থানায় সবুজ (৩৫) নামে এক অবৈধ ড্রেজার ব্যবসায়ীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া। অভিযুক্ত সবুজের বাড়ি উপজেলার সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামে। সে ওই গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে। অভিযোগ রয়েছে গত দুই বছরের বেশি সময় সবুজ সুবিল ইউনিয়নের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একাধিক ফসলি জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ব্যবসা করে আসছেন। সাংবাদিক ইসহাক হাসান জানান, ওই এলাকার ফসলি জমিগুলো গিলে খাচ্ছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। বিষয়টি আমার নজরে আসায় সেখানে সংবাদ সংগ্রহের জন্য যাই। এ সময় আমি ক্যামেরা ও মোবাইল দিয়ে ছবি এবং ভিডিও ধারণ করায় ট্রেজার মালিক সবুজ ও কর্মরত কয়েকজন শ্রমিক আমাকে মারধোর ও লাঞ্ছিত করেছে। এ সময় তারা আমার সাথে থাকা ক্যামেরাটিও ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি কোনো মতে তাদের হাত থেকে রক্ষা পাই। খবর পেয়ে অন্য সহকর্মীরা আমাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
কমেন্ট করুন