ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার নাকে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার রাতে দিল্লির একটি হাসপাতালে তার নাকে অস্ত্রোপচার করা হয়।
সোমবার রাতে অভিনেত্রী ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে ব্যথানাশক ও অ্যানেস্থিয়ার প্রভাবে মাথা এখনো ঘুরছে।’
তিনি আরও লিখেছেন, ‘আমাকে যারা দোয়া করেছেন ধন্যবাদ তাদের। আমার প্রতি আপনাদের শুভ কামনা জানানোকে সত্যিই সম্মান জানাই, জানাচ্ছি কৃতজ্ঞতা।’
শ্বাসকষ্ট সমস্যার কারণে গত অক্টোবর থেকে দেশে এবং দেশের বাইরে অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন ফারিয়া। প্রথমে ভেবেছিলেন কার্ডিয়াক সমস্যা। পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন, তার কার্ডিয়াক সমস্যা নেই। নাকে জটিলতা রয়েছে।
অস্ত্রোপচার শেষ হওয়ার কথা জানিয়ে এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেন, আমার চিকিৎসক ডা. কে কে হান্ডার কথা অনুযায়ী এক দিন পরেই-অর্থাৎ আগামীকাল আমার ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। কিন্তু আগামী ৭ থেকে ১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে। একবার এটা সম্পন্ন হলেই বাড়ি ফিরে যেতে পারব। প্লিজ! আমার জন্য সবাই দোয়া করবেন।
|
কমেন্ট করুন