ডেস্ক রিপোর্ট
দাউদকান্দিতে বিকেএ কুমিল্লা (প.) জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে শুক্রবার-২০২৪ইং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ২০২৩ এর বৃত্তিপ্রাপ্ত ৩৬২ কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠান গৌরীপুর বিলকিস-মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে কুমিল্লা জেলা বিকেএ এর সভাপতি মাও. মুহা. আবু ইউছুফ মুন্সী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র মহাসচিব মো. মিজানুর রহমান সরকার। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন,গৌরীপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো: মানিক মিয়া সরকার।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র শিক্ষা সম্পাদক আবদুল হালিম, অনলাইন সিস্টেম এনালিস্ট মোহাম্মদ ফজলে রাব্বি খন্দকার, গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ ওয়াহিদুর রহমান, বিকেএ কুমিল্লা (প.) জেলা শাখার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মো: বশির উল্লাহ, কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান, ব্যাংকার মো: শাহ আলম, মো: মাজহারুল ইসলাম, মো: জিন্নাত আলী, মুক্তি মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী ডা: মো: মোজাম্মেল হক।এসময় সম্মানিত অতিথি হিসেবে কুমিল্লা (প.) জেলারবিভিন্ন কিন্ডারগার্টেন-এর শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।অনুষ্ঠানে প্রখ্যাত হস্তাক্ষরবিদ মনির হোসেন মাস্টারে উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, কুমিল্লা পশ্চিম জেলা শাখার সহ-সভাপতি আবদুল হালিম সরকার ওসাধারণ সম্পাদক মো: শাহ আলম সরকার। কমিটির প্রশাসনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপনের সার্বিক সহযোগিতা ও অন্যান্য সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় চমৎকারভাবে অনুষ্ঠান সমাপ্ত হয়।উল্লেখ্য যে, এবার বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন-২০২৩ অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় কুমিল্লা (প.) জেলার কৃতি শিক্ষার্থীরা সারা বাংলাদেশে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে চমক লাগিয়ে দেয়।
কমেন্ট করুন