দাউদকান্দিতে তারুণ্যের আলো সংগঠন-এর ২য় প্রতিষ্ঠাবির্ষিকী ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মহান ভাষার মাস ১০ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার গৌরীপুর বাজারের পাতাতা রেস্তোরাঁয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন, তিতাস হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি, মোঃ ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান। সংগঠনের সভাপতি মোঃ রবিউল আওয়াল রানার সভাপতিত্বে এবং সংগঠক ও সমাজকর্মী শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গৌরীপুর পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবী রোটারিয়ান মহসিন আহম্মেদ, নিরাপদ চিকিৎসা চাই কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক-হালিম সৈকত, দপ্তর সম্পাদক- তৈয়ব আলী, সমাজসেবক-মোঃ রিপন মুন্সী, দাউদকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক-এমএ মামুন সরকার, সংগঠনের সহ-সভাপতি- মহসীন মুন্সী, স্বেচ্ছাসেবী-মো: মনির হোসেন ও মো: কামাল হোসেন, সাংবাদিক-মোঃ আলমগীর হোসেন ও তাসীন তিহামী। সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্বেচ্ছাসেবী বশির আহাম্মদের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায়, সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের উপদেষ্টা এখলাছুর রহমান মুন্সী (পক্ষে বড় ভাই রিপন মুন্সী), ইতালী প্রবাসী আবিদ রাসেল (পক্ষে ছোট ভাই-মো শুভ), রোটারিয়ান মহসিন আহম্মেদ, তৈয়ব আলী ও মানবিক ডা: মুহাম্মদ কাউসার খান (পক্ষে তাঁর পিতা-মো. আলী আশরাফ খান) সম্মাননা গ্রহণ করেন। এছাড়াও সাংগঠনিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় ১০টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান ও উপস্থিত অন্যান্য স্বেচ্ছাসেবীদের ইসলামিক বই উপহার দেওয়া হয়। পরে সংগঠনের ১ বছর মেয়াদি ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নিন্মে তাদের নামের তালিকা দেওয়া হলো: প্রতিষ্ঠাতা-বশির আহাম্মদ, প্রধান নির্বাহী পরিচালক-রাসেল হোসেন নয়ন, নির্বাহী পরিচালক- মেহেদী হাসান, সিনিয়র সভাপতি-মহসীন মুন্সি, সভাপতি-রবিউল আউয়াল রানা, সহ সভাপতি- নাজমুল হাসান, সাধারণ সম্পাদক-আল আমিন, সহ সাধারণ সম্পাদক-শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃ রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক-নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক-মোঃ সমগাজী, সহ সাংগঠনিক সম্পাদক-এইচ আর হৃদয়, অর্থ সম্পাদক- সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক-তাহসান ইসলাম মেহেদী, সহ প্রচার সম্পাদক-শাহাদাত হোসেন সাকিব ধর্ম বিষয়ক সম্পাদক-রিয়াজ উদ্দিন বাহার ও সদস্য রবিউল আহম্মেদ। এসময় প্রধান অতিথি বলেন,’ সংগঠন চর্চা আমাদের সামাজিক দায়বদ্ধতা ও জানাশোনার পরিধিকে বহুগুণে সমৃদ্ধ করে। মোদ্দা কথা, সংগঠন চর্চার মাধ্যমে অসহায় মানুষের সেবা তথা দোরগোড়ায় পৌঁছানোর পাশাপাশি সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন সম্ভব’।
কমেন্ট করুন