হানিফ খান,দাউদকান্দি
আজ ৯ এপ্রিল ২০২১, শুক্রবার তিতাসে করোনা সচেতনতায় দিন ব্যপি কর্মব্যস্ত সময় কাটান জাতীয় সাপ্তাহিক পত্রিকা যুব কন্ঠের প্রধান সম্পাদক
করোনার দ্বিতীয় ধাপে দেশব্যপি আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারের আহবানে সাড়া দিয়ে তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলায় অবস্থান করেন। বিশেষ করে মজিদ পুর ইউনিয়নের শাহপুর এবং আসপাশের লোকজনের মাঝে মাস্ক ও ইফতার সামগ্রি বিতরণ করেন। তিনি মধ্যপাড়া জামে মসজিদে জুম’আর নামাজ আদায় ও মাস্ক বিতরণ করেন। পরে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনা সচেতনতায় সরকারের নির্দেশনা স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান ও মাস্ক বিতরণ করেন। এর পরে মধ্য সমাজের কবর স্থানে জিয়ারত করেন, সর্বশেষ গ্রামের হতদরিদ্রদের জন্য ইফতার সামগ্রি বিতরণ করেন।
এসময় সমাজ সেবক জাহাঙ্গীর আলম স্বপন ও শাহিনুর আলম সহ বিভিন্ন জন তাঁর সঙ্গে ছিলেন।
কমেন্ট করুন