জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব এবং সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সোমবার (৫ ডিসেম্বর) দলটির ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি-সাধারণ সম্পাদক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেএসডি কাউন্সিলকে সফলভাবে সম্পন্ন করায় দলীয় নেতাকর্মী এবং অনুষ্ঠানে আগত বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, সংগঠকসহ, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, `দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক` দিয়ে সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেএসডি কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কমেন্ট করুন