রাজশাহীতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আমানসিম সাওতুল কোরআন-২০২৩, সিজন-৮-এর বিভাগীয় অডিশনে ইয়েস কার্ড পেলো দুই ক্ষুদে হাফেজ। বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে আগামীতে তারা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
রোববার (৪ ডিসেম্বর) রাজশাহী তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসায় প্রতিযোগিতাটির বিভাগীয় বাছাইপর্ব সম্পন্ন হয়।
বিভাগীয় বাছাইপর্বে উত্তীর্ণরা হলো হাফেজ ওলি উল্লাহ জয়পুরহাট ও হাফেজ রিফাত হোসেন রাজশাহী। এছাড়া আরো দুই প্রতিযোগীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। তারা হলো হাফেজ রাফিউল ইসলাম বগুড়া এবং আদিল আল জাওয়াদ রাজশাহী।
রাজশাহীর এ বাছাইপর্বে বিচারক ছিলেন হাফেজ মুফতি মো: ইয়াকুব আলি ও হাফেজ মাওলানা জাফর আহমাদ। কো-অর্ডিনেটর ছিলেন তানযীমুল উম্মাহ চন্দ্রিমা আবাসিক শাখার ইনচার্য হাফেজ মাওলানা আব্দুর রহমান।
উল্লেখ্য, প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রয়োজনায় সাওতুল কোরআন প্রতিযোগিতা পুরো রমজান মাস জুড়ে এসএ টিভিতে সম্প্রচারিত হবে। জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে তিন লাখ, দ্বিতীয় স্থান অর্জনকারীকে দুই লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারীকে এক লাখ টাকা নগদ পুরস্কার দেয়া হবে। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সান্ত্বনা পুরস্কার দেয়া হবে।
কমেন্ট করুন