কুমিল্লা আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা আইডিয়াল কলেজের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশ্তাক ফয়েজী।
দোয়া অনুষ্ঠানের পূর্বে আলোচনায় মাওলানা মোশতাক ফয়েজী তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন – নিজেকে চেনার মাধ্যমে মহান আল্লাহকে চেনা যায়, নিজেকে চেনা ও জানার জন্য জ্ঞান অর্জন করতে হবে। পড়ালেখা করে ভাল মানুষ হতে হবে, মানুষের বিপদে আপদে এগিয়ে আসতে হবে। সত্যপথে চলার ও মিথ্যা কথা থেকে দূরে থাকার পরামর্শ দেন। পিতামাতা ও শিক্ষকদের সম্মান করে কথা বলতে হবে। নিয়মিত নামাজ পড়ারও তাগিদ দেন তিনি।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন কলেজ সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ্ মো. আলমগীর খান, রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সাবেক সভাপতি রোটা. পিপি আবদুল্লা হীল বাকী, দৈনিক প্রথম আলো ফটো সাংবাদিক এম সাদেক ও দৈনিক প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল।
কুমিল্লা আইডিয়াল কলেজ এর পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক মোঃ হাসান ভূইয়া পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. ইয়াছিন আহম্মেদ, সামির আহম্মেদ বিশাল, সাবিকুন নাহার।
কমেন্ট করুন