কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ২১ বছরে পদাপণ উপলক্ষে বুধবার (২২মে) সকাল ১১টায় কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউট এর মিলনায়তনে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর অতিথিদের বক্তব্যের পরে ৪টি ক্যাটাগরিতে ২জন শিক্ষক, ২জন নার্স, ২জন পত্রিকার এজেন্ট ও ২জন ট্রাফিক পুলিশের সদস্যসহ ৮ জনকে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।
সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা এর সভাপতি ওমর ফারকী তাপস এর উপস্থাপনায় দৈনিক মুক্ত খবর পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল হাসানাত বাবুল,
কুমিল্লা জেলা কালচারাল কমপ্লেক্সে এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদ, গঙ্গা পদ্মা মেলবন্ধন ভারত – বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আবুল কাশেম, কুমিল্লা প্রেসক্লাব এর যুগ্ন সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোটার বাহার রায়হান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা শাখার সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, দৈনিক সূর্যোদয় পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি অ্যাডভোকেট তাপস সরকার। কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য দৈনিক শিরোনাম পত্রিকার প্রতিবেদক মোতাহের হোসেন মাহবুব, বেসরকারি উন্নয়ন সংস্থা সূচনার নির্বাহী পরিচালক সাহানা হক। কুমিল্লা গুলবাগিচা মডেল প্রাইমারি স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা নাজমুন নাহার। এসময় দৈনিক মুক্ত খবর পত্রিকার কুমিল্লায় কর্মরত বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন