কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা থেকে প্রকাশিত দর্পন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দর্পন (এনজিও)’র নিবার্হী পরিচালক মাহাবুব মোরশেদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ২২ মে, রোববার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শওকত ওসমান।
কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নিতীশ সাহা, সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসনাত বাবুল, সুজন কুমিল্লা জেলা সভাপতি শাহ মোঃ আলমগীর খান, অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, এটিন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, যমুনা টিভির ব্যুরো চিফ খোকন চৌধূরী, ডিবিসি নিউজ প্রতিনিধি নাসির উদ্দিন চৌধূরী, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়র হোসেন জাকির, প্রয়াত মাহবুব মোরশেদের সহধর্মিণী নাগমা মোরশেদ।
কুমিল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন যুগান্তর ব্যুরো চিফ আবুল খায়ের, শিক্ষকনেতা ফয়েজুন্নেছা সীমা, দীপ্ত টিভির প্রতিনিধি শাকিল মোল্লা, বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবিরসহ আরো অনেকে।
আলোচনা শেষে মাহাবুব মোরশেদের আত্মার মগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।