ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বুড়িচং শাখার উদ্যোগে সার্বজনীন কল্যানে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল আজ ২৪ এপ্রিল রবিবার বিকালে শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী ব্যাংকের কুমিল্লা হেড ও জোন শহীদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন মাওলানা ওবাইদুস সোবহান মামুন সাঈদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন, উপজেলা সহকারীর কমিশনার ভুমি মোঃ ছামিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।
ইসলামী ব্যাংক বুড়িচং শাখার সিনিয়ার অফিসার আবু সায়েম মোহাম্মদ মোহসিনুল হকের পরিচালনায় ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন শাখা প্রধান মোহাম্মদ নাজমুল হোসেন।