স্টাফ রিপোর্টার:
বুড়িচং উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ফজলুর রহমান মেমোরিয়্যাল ট্রাষ্ট পরিচালিত ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজি এর প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১১ সালের ২০মে এই মহাপুরুষটি ইহজগতের মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। তিনি তার জীবনের সকল সম্বলটুকু শিক্ষা বিস্তার ও মানব সেবার জন্য উজার করে দিয়ে গেছেন। মানুষের কল্যাণে ট্রাস্ট গঠন করে তার সকল সম্পত্তি ঐ ট্রাস্টের নামে দান করেন এবং জীবনের জমানো সম্পূর্ণ অর্থ ব্যয় করে কারিগরি কলেজ প্রতিষ্ঠা করেন যেন অত্র অঞ্চলের ছাত্রছাত্রীরা যেন কারিগরি শিক্ষা অর্জন করে দেশ বিদেশে ভালো কর্মসংস্থান করতে পারে।
আজ ২০মে মরহুম ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজের অধ্যক্ষ মোঃ আবু তাহের, মরহুমের বাংলাদেশে অবস্থানরত একমাত্র ছেলে মোঃ দিদার উল মোর্শেদ এর নেতৃত্বে মরহুমের কবর জেয়ারত করেন বুড়িচং প্রেস ক্লাবের আহবায়ক কবি কাজী খোরশেদ আলম,ফজলুর রহমান কলেজের শিক্ষক মোঃ আক্তারুজ্জামান, মোঃ রবিউল আলম,মোঃ মনিরুল ইসলাম, মোঃ মোস্তফা,আবদুল জলিল,আনোয়ার হোসেন, মোঃ মহসিন,মোঃ শাহজাহানসহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
এছাড়া ফজলুর রহমানের ছেলে মোঃ দিদার উল মোর্শেদ তার নিজ বাসভনের দোয়ার ও মিলাদের আয়োজন করেন।
কমেন্ট করুন