বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-৫(বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান এমপি বলেছেন যে, অছাত্র ও মাদক সংশ্লিষ্ট অভিযুক্তদের কারোই ছাত্রলীগে জায়গা হবে না। মাদক মুক্ত সমাজ গঠনে ছাত্রলীগকে জাতির জনকের আদর্শ বাস্তবায়নে সদা জাগ্রত থাকতে হবে।(১২ নভেম্বর ২০২২) শনিবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, লেখাপড়ায় মনযোগী হয়ে রাজনীতি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত জনগণের সেবামূলক কর্মকান্ড এগিয়ে নেয়ার কাজে ছাত্রলীগকে নিয়োজিত থাকতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন কমিটিগুলো গঠন করতে হবে। বিএনপি যদি সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি, আওয়ামী লীগসহ দলের সহযোগী সংগঠনের নেতবৃন্দকে সাথে নিয়ে রুখে দাঁড়াতে হবে।
রাজাপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুস ছালাম বেগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খোকন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ আবু তৈয়ব অপি, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান আহমেদ সুৃমন।
কমেন্ট করুন