তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কাজের মাধ্যমে নেতা হতে হবে, কাজের মধ্য দিয়েই নিজেকে প্রতিষ্ঠা করতে হবে এবং আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঝালকাঠির নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে `নলছিটিতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক রহমান সরদারের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো: শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রিন্স। এর আগে ছাত্র সমাবেশে উপজেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয়
কমেন্ট করুন