সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর বুড়িচং শাখার উদ্যোগে ২২ নভেম্বর বিকালে ব্যাংক কার্যালয়ে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর বুড়িচং শাখার ব্যবস্থাপক ও এস.এ.ভিপি মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এবং অফিসার ও বিনিয়োগ প্রধান মোঃ নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য এবং বাংলাদেশ আওয়ামীলীগের বুড়িচং উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বুড়িচং উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের বুড়িচং উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান।
স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর বুড়িচং শাখার ম্যানেজার অপারেশন ও এফএ ভিপি মোঃ জালাল উদ্দিন এবং দোয়া পরিচালনা করেন বুড়িচং উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও দারুস সালাম মাদানীয়া মাদ্ররাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিন।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম, রেমিটেন্স গ্রাহক মোঃ সোহেল, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম,বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন,বাশার এন্টারপ্রাইজের মালিক মোঃ আবুল বাশার, হেপি মেডিকোর মালিক মোঃ ইমতিয়াজ আহমদ ইমন,সেইভ দ্যা হিউম্যানিটির বুড়িচং উপজেলা শাখার সভাপতি মাওলানা জাকারিয়া খান সৌরভ,সোশ্যাল ইসলামী ব্যাংকের সিনিয়ার অফিসার রাবেয়া খাতুন, ইয়ছির আল নেয়াজ, গোলাম রাফসানজানি বেগ, শফিকুর রহমান, মাকছুদা জান্নাত, রাহেদুল ইসলাম, জুলকার নাইন ও গোলাম ফারুকসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বুড়িচং শাখা ব্যবস্থাপক মোঃ আতাউর রহমান গ্রাহকদের উদ্দেশ্য বলেন, বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্রাহকদেরকে সর্বোচ্চ মুনাফা প্রদান করেন এবং গ্রাহকদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করে যাচ্ছে। প্রবাসিরা আমাদের শাখার যে কোন হিসাবে সরাসরি টাকা পাঠাতে পারবে। আমাদের শাখার নিচে এটিএম বুথ রয়েছে, যেখান থেকে ২৪ ঘন্টা টাকা উত্তোলনের সুবিধা রয়েছে। আমরা আশা রাখি ভবিষ্যৎতে গ্রাহকদেরকে আরো বেশি সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। ইদানীং গুজুবের কারণে অনেকেই ব্যাংকে টাকা রাখতে ভয় পান। আবার অনেকে ভয়ে টাকা উত্তোলন করে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। তাই আপনাদেরকে বলব গুজুবে কান না দিয়ে ব্যাংকে টাকা জমা রাখেন। ব্যাংক আপনাদের টাকার নিশ্চয়তা দিবে। তিনি আরোও বলেন, বিভিন্ন এলাকায় সোশ্যাল ইসলামী ব্যাংকের বেশ কয়েকটি এজেন্ট ব্যাংকিং আউটলেট প্রদান করা হবে।
বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার বাছির খান গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, ব্যাংকে টাকা রাখলে কোন ভয়ের কারণ নেই। ব্যাংকের টাকার নিরাপত্তা রয়েছে। সরকারের কেন্দ্রীয় ব্যাংকের আওতায় সকল বাণিজ্যিক ব্যাংকগুলো পরিচালনা হয়। তাই ব্যাংক দেউলিয়া হওয়ার কোন কারণ নেই। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আমাদের বুড়িচং উপজেলার আনন্দপুর গ্রামের কৃর্তি সন্তান। তাই সকলে নির্ভয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক টাকা জমা রাখতে পারেন।
কমেন্ট করুন