1. shahalom.socio@gmail.com : admin :
  2. banglarmukh71@gmail.com : admin1 :
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় সুজানগরে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। বুড়িচংয়ে পরিচিতি সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ফেনি কোস্ট ফাউন্ডেশনের গরুর খাবার বিতরণ বুড়িচং ভয়াবহ আগুনে পুড়ে গেছে ৪টি বসতঘর। বুড়িচং পূজা মন্ডব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে বুড়িচং বিএনপির নগদ অর্থ প্রদান। কুমিল্লা সীমান্ত এলাকায় ১জন আটক বুড়িচং উপজেলার পূজা মন্ডবে গুজবরোধ ও নিরাপত্তার লক্ষ্যে ইউএনও সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা। বুড়িচংয়ে ৫১তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী দুর্গাপূজায় গুজব রোধে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সাথে ইউএনও মতবিনিময় সভা বুড়িচংয়ে জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত া

সেই খলনায়কই ক্রোয়েশিয়ার নায়ক

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে
  • ক্রীড়াঙ্গন ডেক্স

শট মারতে এগিয়ে যাচ্ছেন মিনামিনো। গোলপোস্টের মাঝে দাঁড়িয়ে ৬ ফুট ২ ইঞ্চির ডমিনিক লিভাকোভিচ। মিনামিনো বলে শট মারার মুহূর্তেই নিজের বাঁ দিকে ঝাঁপালেন। বল আটকে গেল তার হাতে। একবার নয়, তিনবার এই কাজ করলেন তিনি। তার হাতেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ক্রোয়েশিয়া। দেশের হয়ে অভিষেকে টাইব্রেকারে হয়েছিলেন খলনায়ক। সেই লিভাকোভিচই এখন ক্রোয়েশিয়ার নায়ক।

সোমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ১-১ শেষ হয় খেলা। অতিরিক্ত সময়েও গোল হয়নি। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে জাপানের চারটি পেনাল্টির মধ্যে তিনটি বাঁচিয়ে দেন লিভাকোভিচ। এক বার নিজের বাঁ দিকে ও দু’বার ডানদিকে ঝাঁপান তিনি। টাইব্রেকারে লিভাকোভিচের চোখেমুখে আত্মবিশ্বাস ধরা পড়ছিল। তেকাঠির নিচে তার একের পর এক পেনাল্টি বাঁচানো দেখে বোঝা যাচ্ছিল, কতটা দক্ষ তিনি।

পরিবারের সবাই শিক্ষিত। বাবা দেশের সাবেক মন্ত্রী। দাদা চিকিৎসক, দাদি শিক্ষক। কিন্তু লিভাকোভিচ ছোট থেকেই ফুটবলের ভক্ত। ইকের ক্যাসিয়াস, ড্যানিয়েল সুবাসিচ তার আদর্শ। পরিবার অবশ্য সব সময় পাশে থেকেছেন লিভাকোভিচের। স্বপ্ন পূরণে তাকে সাহস জুগিয়েছেন বাবা, মা।

তবে জাতীয় দলের জার্সিতে কেরিয়ারের শুরুটা ভালো হয়নি লিভাকোভিচের। ২০১৬ সালের মে মাসে প্রথম ক্রোয়েশিয়া শিবিরে ডাক পান তিনি। পরের বছর চীন কাপে চিলির বিরুদ্ধে অভিষেক হয় তার। সেই ম্যাচে টাইব্রেকারে বেশ কিছু ভুল করেছিলেন তিনি। তার বগলের তলা দিয়ে বল গোলে চলে গিয়েছিল। লিভাকোভিচের ভুলে ম্যাচ হারে ক্রোয়েশিয়া। সেই গোলরক্ষকই এবার হয়ে উঠলেন দেশের নায়ক।

২০১৮ সালের বিশ্বকাপেও দলের সাথে ছিলেন লিভাকোভিচ। কিন্তু নিয়মিত সুযোগ পেতেন না। লভ্রে কালিনিচের খারাপ ফর্মের জন্য ২০২০ সালের ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ক্রোয়েশিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে যান তিনি। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

২০১৮ সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ছিলেন সুবাসিচ। তিনি সেবার টাইব্রেকারে প্রি-কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে দলকে জিতিয়েছিলেন তিনি। ওই কাজ এবার করলেন তাকে আদর্শ মেনে চলা লিভাকোভিচ।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন