ভারতের নদীয়ায় বিএসএফের সাথে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে সীমান্তে বাংলাদেশী হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দিনব্যাপী দর্শনা সীমান্তের বিপরীতে ভারতের নদীয়া জেলার গেদে ক্যাম্পে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকশেষে রাতে বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬-এর পরিচালক সাংবাদিকদের এ কথা জানা।
জাান গেছে, শনিবার বেলা ১২টার দিকে বিজিবির কুস্টিয়া সেক্টর কমান্ডার মহিউদ্দিন মো: জাবেদের নেতৃত্বে সাত সদস্যের ও বিএসএফের কৃষ্ণনগর সেক্টর কমান্ডেন্ট ডিআইজি সঞ্চয় কুমারের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল গেদে ক্যাম্পে পতাকা বৈঠকে বসেন। দীর্ঘ সময় চলে এ বৈঠক।
বৈঠকের শুরুতেই সীমান্তে সব ধরনের চোরাচালান, মাদক, নারী শিশু এবং মানব পাচার প্রতিরোধের বিষয়ে আলোচনা প্রাধান্য পায়।
বৈঠকে কুস্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন মো: জাবেদ সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী হত্যার কড়া প্রতিবাদ করেন।
এ সময় বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬-এর পরিচারক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো: ইশতিয়াক, মহেষপুর ব্যাটালিয়ন-৫৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ, যশোর ব্যাটালিয়ন-৪৯-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো: সেলিমুদ্দোজাসহ সাত সদস্যের এবং কৃষ্ণনগর সেক্টর কমান্ডারের পক্ষে স্টাফ অফিসার প্রিথভি সিং, ব্যাটালিয়ন কমান্ডার দেশরাজ সিংসহ ১০ সদস্যের প্রতিনিধিদল উপস্তিত ছিলেন।
বৈঠকশেষে সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথভাবে কাজ ও সম্পর্ক সুদৃঢ় করতে উভয়ের মধ্যে উপহার সামগ্রী বিনিময় করা হয়।
কমেন্ট করুন