বুড়িচং প্রতিনিধি
বুড়িচং প্রেস ক্লাবের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য এবং খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি নাজমুল সবুজ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতকালে বাবা,মা ও দুই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক নাজমুল সবুজ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসায় সুস্থ হলেও হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য ভারতে চলে যায়। সেখান থেকে চিকিৎসা করেও আরোগ্য লাভ করতে পারে নি। ভারতে থেকে গতকাল রাতে দেশে আসার পর মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা ও সভাপতি কাজী খোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু,বাংলার মুখ অনলাইন পোটালের সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন ।
মরহুমের প্রথম জানাযার নামাজ ময়নামতি রামপাল এলাকায় আজ সকাল দশটা অনুষ্ঠিত হযেছে। পরবর্তীতে দ্বিতীয় জানাযার নামাজ সকাল এগারটায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এবং তৃতীয় জানাযার নামাজ তার পৈত্তিক নিবাস কুমিল্লা জেলার বড়ুরা উপজেলার আড্ডায় অনুষ্ঠিত হওযার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কমেন্ট করুন