পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেছেন, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ সঠিকভাবে পরিচালনা ও শৃঙ্খলা রক্ষার্থে পবিপ্রবি ছাত্রলীগ ছিল সর্বাত্মক তৎপর এবং দায়িত্বশীল ভূমিকায়। এ টুর্নামেন্ট সাফল্যের পেছনে তাদের ভূমিকা অনন্য।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পুরস্কার বিতরণীর সময় তিনি এসব কথা বলেন। এসময় তিনি ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির ভূয়সী প্রশংসা করেন।
পুরো টুর্নামেন্টজুড়েই পবিপ্রবি ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আরাফাত ইসলাম খান সাগর এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক ছিলেন যথা তৎপর। টুর্নামেন্টের শৃঙ্খলা রক্ষা ও বাস্তবায়ন, দর্শক নিয়ন্ত্রণ, ম্যাচের উত্তেজনা যেন ভিন্ন দিকে প্রবাহিত না হয় একই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে তৎপর ছিলেন তারা।
তাদের এ ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ পবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, টুর্নামেন্ট আয়োজক কমিটিসহ দূর-দুরান্ত থেকে আগত শিক্ষার্থীরা। এছাড়াও পুরো টুর্নামেন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে সাগর-তারেক পরিষদ নিয়ে স্লোগান দিতে দেখা যায়, যা পবিপ্রবি ছাত্রলীগের জন্য একটি বড় প্রাপ্তি বলে অভিহিত করছেন নেতারা।
কমেন্ট করুন