কুমিল্লার মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার দুপুরে ডি. আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও জাতীয় সংসদের হুইফ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে সভাপতি, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক ও কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজের সাবেক ভিপি গোলাম সারওয়ার চিনুকে সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব ড. আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, উপজেলা যুবলীগের সদস্য ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন। আগামী ৩ মাসের মধ্যে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেন, সম্মেলনের উদ্বোধক কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
কমেন্ট করুন