এম.কে আলমঃ
মালয়েশিয়াতে একটি কক্ষ থেকে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের মোঃ মনির হোসেন(২৪) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে ওই দেশের পুলিশ।
নিহত মনির হোসেন উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বার প্রয়াত মোঃ লিয়াকত আলীর বড় পুত্র সন্তান।
ঘটনাটি ঘটে (২১ মে ২০২২) শনিবার বাংলাদেশ সময় সকাল ৭ টার দিকে।বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নিহতের মা ও ভাই মোঃ মান্নান।
পরিবারের সূত্রে জানা যায়, মোঃ মনির হোসেন ৫ বছর আগে পরিবারের অভাব অনাটন দূর করতে মালয়েশিয়া ইপোহ নামক শহরে একটি কোম্পানিতে শ্রমিক ভিসায় কাজ করতে যায়।৫ বছর ধরে ওই কোম্পানিতে বেশ সুনামের সাথে কাজ করে আসছে। বিদেশ যাওয়ার কয়েক বছর পর তার পিতা সাবেক ইউপি মেম্বার লিয়াকত আলী মারা যায়। তার বাবা চলে যাওয়ার পর পরিবারের অভাব অনাটন আর দূর হয়নি। পরিবারের অভাব কিছুটা দূর হলে আগামী বছরে বাড়িতে আসার কথা ছিলো কিন্তু এর আগেই পরপারে চলে গেলেন তিনি। শনিবার সকাল ৮টার দিকে মনির হোসনের মালয়েশিয়ার এক বন্ধু তার মায়ের কাছে মোবাইল ফোনে কল করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ওই বন্ধু জানায় মনির হোসেনের মরদেহ ফ্যানের সাথে গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে। তবে পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় এটা পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এদিকে পরিবারের বড় ছেলেকে হারিয়ে শোকে কাতর মা,স্ত্রী,সন্তান ও ছোট ভাই মোঃ মান্নান।তার মৃত্যুতে এলাকায় শোকের কালো ছায়া নেমে এসেছে।নিহতের ছোট ভাই মান্নান বলে, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।আমার ভাই শুক্রবার রাত ১১টার সময় আমাদের সবার সাথে কথা বলেছে। কিন্তু কোনো সমস্যার কথাও বলেনি। তাকে পরিকল্পিত ভাবেই হত্যা করা হয়েছে। জানা যায়,মনির হোসেনের স্ত্রী ও দুই শিশু কন্যা সন্তান রয়েছে। দুই কন্যা সন্তান কি জানেন? তাদের বাবা আর পৃথিবীতে বেঁচে নেই!মালয়েশিয়ার সকল প্রবাসীর ও প্রশসানের নিকট মনির হোসেন হত্যা নাকি আত্মহত্যা সঠিকভাবে তদন্ত করে বিচার দাবি জানান নিহতের পরিবার।পরিবারে হাল যে ধরে রাখার এক মাত্র মাধ্যম বড় ছেলেকে হারিয়ে মনিরের মা প্রায় বাকরুদ্ধ হয়ে আছেন।
কমেন্ট করুন