মোঃ রবিউল আলম, মালদ্বীপ থেকে :
লিফট দুর্ঘটনায় গুরুতর আহত মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ আব্বাস আলীকে দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ যাওয়ার জন্য বিমানের টিকেট প্রদান করা হয়েছে। আহত আব্বাস আলী টাংগাঈল জেলার ধনবাড়ী উপজেলার রতন কান্দী গ্রামের মোঃ হায়দার আলীর পুত্র। নিজের এবং পরিবারের স্বপ্নপূরণের আশায় গত ১০শে সেপ্টেম্বর ২০১৮ সালে মালদ্বীপে আসেন এবং অনিয়মিত কর্মী হিসেবে ডেইলি কাজে কর্মরত ছিলেন মালদ্বীপের ছোট বড় অনেক কোম্পানিতে। গত ৯ই এপ্রিল ২০২২ সায়মা হিঙ্গুনে লিফটে মালা-মাল লোড করার সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ আব্বাস আলী। দ্রুত দেশে ফিরে তার উন্নত চিকিৎসার জন্য মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে একটি বিমান টিকেট হস্তান্তর করেন দূতাবাসের প্রথম সচিব ও দুতালয় প্রধান জনাব মোঃ সোহেল পারভেজ। এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের কল্যাণ সহকারী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board