1. shahalom.socio@gmail.com : admin :
  2. dbcjournal24@gmail.com : ডিবিসি জার্নাল ২৪ : ডিবিসি জার্নাল ২৪
  3. banglarmukh71@gmail.com : admin1 :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা-৫ আসনে গণফোরামের প্রার্থী এড.আলীমূল এহছান রাসেলের মনোনয়নপত্র জমা বুড়িচং বিপাড়া মানুষের সুখে দুঃখে পাশে থাকিব — এহতেশামুল হাসান রুমি। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি উদ্যোগে ডা: যোবায়দা হান্নান এর মৃত্যুবার্ষিকী পালন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের চুড়ান্ত তালিকা প্রকাশ আব্দুস সাত্তার ভুঁইয়ার স্মরনে রংধনু সাহিত্য সংস্কৃতি পরিষদের আলোচনা ও দোয়া মাহফিল কুমিল্লায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ঢাকায় কমলান্ক সাহিত্য একাডেমির স্বর্ন পদক প্রদান আলোচনার মাধ্যমে তফসিল পিছনের সুযোগ আছে –ইসি আনিসুর রহমান

ভারতও সীমান্তে হত্যা সমর্থন করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট করা হয়েছে বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে
  • স্টাফ রিপোর্টার

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘সীমান্তে হত্যা বন্ধে ভারতের সাথে আলোচনা হয়েছে। তারাও (ভারত) এ ধরনের হত্যাকাণ্ড সমর্থন করে না।’ এছাড়া ভারত বাংলাদেশ সরকারকে সীমান্ত এলাকায় অবাধ চলাচলের বিষয়টি খেয়াল রাখতে অনুরোধ করেছে। সরকারও সেদিকে নজর রাখছে বলেও জানান তিনি।

বুধবার রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সীমান্তে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক পতাকা বৈঠক হচ্ছে। বিভিন্ন সমস্যা ও সঙ্কট সমাধানে উভয় দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসাথে কাজও করছে।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যদি কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রাজনৈতিক দলগুলোকে নিয়ম মেনে রাজনীতি করতে হবে।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং পুলিশ বাহিনী দেশপ্রেম ও সাহসিকতার সাথে কাজ করছে। দেশের রাজনৈতিক দলগুলো নিয়ম না মানলে তাদের জবাবদিহি করতে হবে। প্রতিটি বাহিনী দক্ষতার সাথে কাজ করছে। তাদের মধ্যে আনসার ও ভিডিপি রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন নির্বাচনে পুলিশ মোতায়েন করা যায় না, তখন আনসার সদস্যদের মোতায়েন করা হয়।

মন্ত্রী বলেন, ‘দেশে যখন অগ্নিসংযোগ করা হয়েছিল তখন প্রায় দুই লাখ আনসার সদস্য সাহসিকতার সাথে তাদের দায়িত্ব পালন করেছিলেন।’

বাংলাদেশ আনসার ও ভিডিপির মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরো গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে বাংলাদেশের ১৩টি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণের কাজ চলছে।

৯টি উপজেলায় আনসার ও ভিডিপি ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন