মো. জাকির হোসেন,
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে গরু চুরির অপরাধে দুই চোরকে গরুসহ গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ। ওই দুই চোর নাগাইশ গ্রামে মোসলেম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা যায়। চুরির মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ নাগাইশ গ্রামের মোঃ আব্দুল আলিম(৬০) এর সাথে মামলা-মোকদ্দমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের মৃত দুধু মিয়ার ছেলে মোঃ শাহআলম(৩৫) ও মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ শহিদ মিয়া (৩২)সহ তাদের লোকজনের সাথে। এরই জের ধরে গত ২৮ এপ্রিল রাত দশটায় উল্লেখিত ব্যক্তিসহ অজ্ঞাত ৩/৪ জন জোরপূর্বক আব্দুল আলীমের গোয়াল ঘরে থাকা একটি গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার। টের পেয়ে আলীমের স্ত্রী বসত ঘর থেকে বের হয়ে শাহ আলমকে চিনতে পেরে চোর চোর বলে চিৎকার করলেও ওই সময় তার সাহায্যে কেউ এগিয়ে আসেনি। গরু দুটি চুরি যাওয়ার পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। একপর্যায়ে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে গত ২৫ মে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় দক্ষিণ নাগাইশ বাজার ব্রিজের পশ্চিম দিকে দুটি গরু উল্লেখিত দুই ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে সাহেবাবাদ বাজারের দিকে নিয়ে যাওয়ার সময় মামলার বাদী ও গরুর মালিক আব্দুল আলিম চিনতে পেরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ শাহআলম ও অহিদ মিয়াকে দুইটি গরুসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে ।আব্দুল আলিম বাদী হয়ে গ্রেফতারকৃত ২ জনসহ একই গ্রামের মনিরুল ইসলাম(৩৫), মোহাম্মদ সেলিম(৩৫), মোশারফ হোসেন(৩০), মোঃ পলাশ(২২)সহ অজ্ঞাত ৩/৪জনকে আসামি করে থানায় গরু চুরির মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত দুজন নাগাইশ গ্রামের মোসলেম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।
কমেন্ট করুন