1. shahalom.socio@gmail.com : admin :
  2. dbcjournal24@gmail.com : ডিবিসি জার্নাল ২৪ : ডিবিসি জার্নাল ২৪
  3. banglarmukh71@gmail.com : admin1 :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা-৫ আসনে গণফোরামের প্রার্থী এড.আলীমূল এহছান রাসেলের মনোনয়নপত্র জমা বুড়িচং বিপাড়া মানুষের সুখে দুঃখে পাশে থাকিব — এহতেশামুল হাসান রুমি। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি উদ্যোগে ডা: যোবায়দা হান্নান এর মৃত্যুবার্ষিকী পালন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের চুড়ান্ত তালিকা প্রকাশ আব্দুস সাত্তার ভুঁইয়ার স্মরনে রংধনু সাহিত্য সংস্কৃতি পরিষদের আলোচনা ও দোয়া মাহফিল কুমিল্লায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ঢাকায় কমলান্ক সাহিত্য একাডেমির স্বর্ন পদক প্রদান আলোচনার মাধ্যমে তফসিল পিছনের সুযোগ আছে –ইসি আনিসুর রহমান

ব্রাজিলের সাবেক কোচ তিতের ওপর হামলা

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে
  • স্টাফ রিপোর্টার
কাতার বিশ্বকাপ থেকে বাজিলের বিদায়ের পরেই কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। কিন্তু তাতেও ছাড় মিলছে না নেইমার-রির্চালিসনদের সাবেক কোচের। ব্রাজিলের গণমাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, গত সপ্তাহে রিওতে নিজের বাড়ির সামনে এক দুষ্কৃতিকারীর হামলার শিকার হন তিনি! যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
গত সপ্তাহে একদিন সকাল বেলা স্ত্রীকে নিয়ে বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চেন দিয়ে তার ঘাড়ে আঘাত করে। এমনকি সেই ব্যক্তি তিতের কাছে ব্যাখ্যা চায়, কেন ব্রাজিল এভাবে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিলো।
এ বিষয়ে সাংবাদিকরা ব্রাজিলের সাবেক কোচের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো জবাব দেননি। তবে পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, ওই ব্যক্তি তিতের প্রতিবেশীর বাগানে চেন দিয়ে বেঁধে রাখা সাইকেল চুরি করার চেষ্টা করছিল। সেই সময় তিনি বাধা দিতে গেলে শারীরিকভাবে হেনস্তার শিকার হন। তিতেকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী। অবস্থা বেগতিক দেখে সেই ব্যক্তি পালায়।
উল্লেখ্য, ৬১ বছর বয়সী তিতে ২০১৬ সালে দুঙ্গার স্থলাভিষিক্ত হয়ে ব্রাজিলের জাতীয় দলের দায়িত্ব নেন। তার অধীনে ৮১টি ম্যাচ খেলে সেলেসাওরা। এর মধ্যে ৬০টিতেই জিতে তারা। এই ৮১টি ম্যাচে ১৭৪টি গোল করে ব্রাজিল, বিপরীতে ৩০টি গোল হজম করে নেইমাররা।
তিতে সেলেসাওদের দায়িত্বে থাকা অবস্থায় দলটি সবশেষ গোল হজম করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ১১৬তম মিনিটে ক্রোয়েশিয়ার বিপক্ষে। তার অধীনে ২০১৯ সালে কোপা জিতে ব্রাজিল, দুইবার রানার্সআপও হয়। এছাড়া ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে বেলজিয়াম এবং ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন