স্টাফ রিপোর্টার
গত ১৯ আগস্ট, শনিবার বিকালে বৃহত্তর কুমিল্লার বিভিন্ন কিন্ডারগার্টেন সংগঠনের উদ্যোগে যৌথ সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন।
শিক্ষকনেতা মোসলেহ উদ্দিনের পরিচালনায় ইকরা আইডিয়াল একাডেমী মিলনায়তনে যৌথ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব এম. এ মান্নান মনির।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ সলিম উল্লাহ, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, বোস্টন কিন্ডারগার্টেন ইন্টারন্যাশনাল অধ্যক্ষ ধীরেন্দ্র কিশোর মজুমদার, শিক্ষকনেতা অধ্যক্ষ ময়নাল হোসেন।
আরো বক্তব্য রাখেন ইকরা আইডিয়েল একাডেমির অধ্যক্ষ আহসান উল্লাহ, বুলবুল প্রি ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ জসিম উদ্দিন আহমেদ, অধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, অধ্যক্ষ জহিরুল ইসলাম, অধ্যক্ষ নজরুল ইসলাম সরকার , অধ্যক্ষ মামুনুর রশীদ,অধ্যক্ষ বাহালুল কবির, অধ্যক্ষ তৌহিদুজ্জামান নাঈম,আবু মাসুম, হোসেন তানভীর আহমেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ এমএ মান্নান মনির বলেন, সরকারি বিধিমালা মেনে আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো।
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খন্দকার বলেন, সকল কিন্ডারগার্টেনকে
১। নিবন্ধন নীতিমালা সহজীকরণ।
২.সরকারি প্রতিষ্ঠানের মতো ছাত্র-ছাত্রীদেরকে উপবৃত্তিসহ সবধরনের সু্যোগ সুবিধা দিতে হবে।
৩.সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের মতো প্রশিক্ষণ সুবিধা প্রদান।
কমেন্ট করুন