- বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বুড়িচং – ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শনিবার সকাল আসাদনগর আবদুল মতিন খসরু কলেজ মাঠে কম্বল বিতরণ করা হয়েছে৷ বুড়িচং- ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক শামসুল আলমের যৌর্থ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী৷ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বুড়িচং সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবু সালেহ মোঃ সেলিম রেজা সৌরভ৷ শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আসাদনগর আবদুল মতিন খসরু কলেজের সভাপতি মোঃ মাহাবুব হোসেন, জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম টিটু, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা ছারোয়ার খান, মালাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ভূইয়া, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, প্রভাষক রায়হান মনির রাসেল, জিরুইন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকতার ভূইয়া, প্রধান শিক্ষক আতিকুল্লাহ ভূইয়া৷ অনুষ্ঠানে শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে বক্তারা বলেন শীত সবার জন্য আনন্দের হয় না৷ আমাদের সমাজের যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছে স্বচ্ছল মানুষের উচিৎ তাদের পাশে দাঁড়ানো৷
কমেন্ট করুন