বুড়িচংয়ে দিন ব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষণ
বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।
বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আয়োজনে সদর ইউনিয়ন ও ষোলনল ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক কমিটির সকল সদস্যগনের উপস্থিতে দিনব্যাপী কমিউনিটি গ্রুপ (সিজি) প্রশিক্ষণ কার্যক্রম – ২০২৩ হাসপাতালের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মীর হোসেন (মিঠু) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: বিল্লাল হোসেন, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল ডা. রবিউল হোসেন।
আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ও ষোলনল ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এবং স্বাস্থ্য সহকারী সহ কমিটির সকল সদস্য বৃন্দ।
প্রশিক্ষণ শেষে সবাইকে সম্মানী ভাতা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
কমেন্ট করুন