বুড়িচং প্রতিনিধি:-
বুড়িচং থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ আটক ৩ জনকে আটক করেছে।
আজ ৩০ মার্চ বুড়িচং থানা পুলিশের পৃথক অভিযানে বুড়িচং থানাধীণ ছোট হরিপুর এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে কুমিল্লার কোতয়ালী থানার চম্পকনগর সাতরা দক্ষিণপাড়া গ্রামের আজিমুদ্দীনের বাড়ীর রফিকুল ইসলামের ছেলে মোঃ রনি,মোঃ মিলন মোঃ লিটন এবং অপর দিকে বুড়িচং থানাধীন খারেরা এলাকায় অভিযান চালিয়ে বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের পাল্টিরাজাপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ সোহেলকে ১০(দশ) কেজি গাঁজাসহ আটক করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় পৃথক পৃথক মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
কমেন্ট করুন