বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ে ভারত সীমান্তের ভৈরবপুর (পাহাড়পুর) এলাকায় এক স্কুল শিক্ষার্থীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন এসআই শরিফ রহমান। নির্যাতিত স্কুল শিক্ষার্থী সাহেদ হোসেন শান্ত (১৪) পাহাড়পুর এলাকার ইউসুফ মিয়ার ছেলে।
এ বিষয়ে ইউসুফ মিয়া বাদী হয়ে বুড়িচং থানাতে একটি মামলা দায়ের করার পর (৭ মে ২০২২) শনিবার দিবাগত রাত ১২টায় বেলবাড়ি এলাকা থেকে নাজমুল হোসেন (২৩),নাহিদুল ইসলাম(২০) ও জসিম উদ্দিন (২৭)কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার বাকশীমূল ইউনিয়নের ভৈরবপুর গ্রামের নির্যাতিত শিক্ষার্থীর পিতা ইউসুফ মিয়ার কাছে পাওনা সাড়ে ৪শ টাকার জেরে স্কুল পড়ুয়া শিক্ষার্থী সাহেদ হোসেন শান্তকে সহপাঠীদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন করে অভিযুক্ত ব্যক্তিরা।ঘটনাটি ঘটে পবিত্র ঈদুল ফিতরের দিন মঙ্গলবার। নির্যাতনের ছবি ও তথ্য অনুযায়ী গতকাল নিউজ প্রকাশের পর মামলার আসামিদের গ্রেফতার করে বুড়িচং থানার এসআই শরিফ রহমান ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত আসামিরা বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ভৈরবপুর গ্রামের দুলু মিয়ার ছেলে নাজমুল হোসেন,নাহিদুল ইসলাম ও একই গ্রামের নেয়াজ আলীর ছেলে জসিম উদ্দিন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত ওসি মাকসুদ আলম জানান, নির্যাতিত শিক্ষার্থীর পিতা ইউসুফ মিয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত অনুযায়ী জড়িত আসামিদের গ্রেফতার করা হয় এবং বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
কমেন্ট করুন