বুড়িচংয়ে ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার এর সভাপতিত্বে শনিবার, ৫ আগস্ট,উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন মিঠু, বুড়িচং থানা অফিসার ইনচার্জ আবুল হাসানাত খন্দকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী, বুড়িচং থানা অফিসার ইনচার্জ তদন্ত কবির হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল মোতালেব।
আলোচনা সভায় বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী এবং কর্ম নিয়ে আলোকপাত করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপজেলা সরকারি হাসপাতালে ১০ টি ফলজ,বনজ ও ঔষিদি গাছ এবং সকল কমিউনিটি ক্লিনিকে ৫ টি ভেষজ ফলের চারা বিতরণ করেন।
কমেন্ট করুন