1. shahalom.socio@gmail.com : admin :
  2. dbcjournal24@gmail.com : ডিবিসি জার্নাল ২৪ : ডিবিসি জার্নাল ২৪
  3. banglarmukh71@gmail.com : admin1 :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা-৫ আসনে গণফোরামের প্রার্থী এড.আলীমূল এহছান রাসেলের মনোনয়নপত্র জমা বুড়িচং বিপাড়া মানুষের সুখে দুঃখে পাশে থাকিব — এহতেশামুল হাসান রুমি। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি উদ্যোগে ডা: যোবায়দা হান্নান এর মৃত্যুবার্ষিকী পালন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের চুড়ান্ত তালিকা প্রকাশ আব্দুস সাত্তার ভুঁইয়ার স্মরনে রংধনু সাহিত্য সংস্কৃতি পরিষদের আলোচনা ও দোয়া মাহফিল কুমিল্লায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ঢাকায় কমলান্ক সাহিত্য একাডেমির স্বর্ন পদক প্রদান আলোচনার মাধ্যমে তফসিল পিছনের সুযোগ আছে –ইসি আনিসুর রহমান

বুড়িচংয়ে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৫৮৯ বার পড়া হয়েছে

বুড়িচং সংবাদদাতাঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের পয়াত গ্রামে জমিতে ধান রোপন নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ; সংঘর্ষের আশংকা থাকায় থানায় অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়নলান আবেদীনের ছেলে মোঃ এমদাদুল হক রাজু ১১ নভেম্বর ২০১৪ ইং সালে পয়াত গ্রামের মৃত আবদুস ছাত্তারের মেয়ে মোসাঃ নুরজাহান বেগম ও মোসাঃ ফিরোজা বেগম থেকে পয়াত মৌজার সাবেক ১৫৮ এবং হাল ৭৮ নং দাগের ৬শতক জমি ক্রয় করে। উক্ত জমিটি পয়াত গ্রামের মৃত রেয়াছত আলীর ছেলে মোঃ সাহেব আলীর বাড়ীর সংলগ্ন হওয়ায় সাহেব আলী জোরপূর্বক ভোগদখল করার চেষ্টা চালিয়ে আসছে এবং জয়নাল আবেদীনকে দখল করতে দিচ্ছে না। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত হাজী আঃ মজিদের ছেলে মোঃ জয়নাল আবেদীনের সাথে একই ইউনিয়নের পয়াত গ্রামের মৃত রেয়াছত আলীর ছেলে মোঃ সাহেব আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৫ আগষ্ট ভোরে সাহেব আলী লোকজন নিয়ে জোরপূর্বক জয়নাল আবেদীনের জমিতে ধান রোপন করতে গেলে জয়নাল আবেদীন বাধা প্রদান করে। এতে সাহেব আলী ক্ষিপ্ত হয়ে জয়নাল আবেদীনকে প্রান নাশের হুমকি দিয়ে তাড়াইয়া দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আশংকা থাকায় জয়নাল আবেদীন বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।
অভিযুক্ত সাহেব আলী জানান, আমার বাবা মৃত রেয়াছত আলী উক্ত জমি খরিদ করে। পরবর্তীতে আমাদেরকে দলিল দিয়ে যায়। জয়নাল আবেদীনের ছেলে মোঃ এমদাদুল হক রাজু তার মা ও খালার নিকট থেকে ৬শতক জমি দলিল নিয়েছে। সেই জমিতে আমি ধান রোপন করিনি। আমি আমার নিজের জমিতে ধান রোপন করেছি। তাদের জমি আমার দখলিয় জমির পূর্ব অংশে এখনো বিদ্ধমান রয়েছে।
বুড়িচং থানার উপ-পরিদর্শক বিনোদ দস্তগীর বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে আগামী ২২আগষ্ট রবিবার দলিলপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানার গোলঘরে বৈঠকে উপস্থিত হাজির হতে বলা হয়েছে।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন