বুড়িচং সংবাদদাতা
কুমিল্লার বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন সুরক্ষা ব্যবস্থাসমুহ করোনা ভাইরাস প্রতিরোধসহ ব্যবস্থাপনা ও এলজিএসপি-৩ এর আওতায় স্কিম গ্রহন ও বাস্থবায়নে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন আজ ৪ নভেম্বর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে অনলাইন জুমের মাধ্যমে প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। প্রধান আলোচক ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান এবং আলোচক ছিলেন জেলা ফেসিলেটর এস এম শাহরিয়া, রিপন আচার্য্য।
প্রশিক্ষনে অংশগ্রন করেন ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, মহিলা মেম্বার, মেম্বার, সচিব, হিসাবসহকারী, গ্রাম পুলিশ,গন্যমান্য ব্যক্তিবর্গ,মসজিদের ইমাম,ধর্মীয় ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মুক্তিযোদ্ধা,অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষনে অংশগ্রহনকারী বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: শাহ আলম, সচিব মো: জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
কমেন্ট করুন