বুড়িচং ভরাসার হাই স্কুলে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি ঃ বুড়িচং উপজেলার ভরাসার হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন মূলক সমাবেশ গতকাল বৃহস্পতিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,বাসস এর ঊর্ধ্বতন কর্মকর্তা ফারুক আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ভরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন।
সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ খন্দকার এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক বাদল চন্দ্র দাস, অভিভাবকদের পক্ষে আতিক বেগ, জোহরা আক্তার পলি।
কমেন্ট করুন