1. shahalom.socio@gmail.com : admin :
  2. dbcjournal24@gmail.com : ডিবিসি জার্নাল ২৪ : ডিবিসি জার্নাল ২৪
  3. banglarmukh71@gmail.com : admin1 :
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা-৫ আসনে গণফোরামের প্রার্থী এড.আলীমূল এহছান রাসেলের মনোনয়নপত্র জমা বুড়িচং বিপাড়া মানুষের সুখে দুঃখে পাশে থাকিব — এহতেশামুল হাসান রুমি। ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি উদ্যোগে ডা: যোবায়দা হান্নান এর মৃত্যুবার্ষিকী পালন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের চুড়ান্ত তালিকা প্রকাশ আব্দুস সাত্তার ভুঁইয়ার স্মরনে রংধনু সাহিত্য সংস্কৃতি পরিষদের আলোচনা ও দোয়া মাহফিল কুমিল্লায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ঢাকায় কমলান্ক সাহিত্য একাডেমির স্বর্ন পদক প্রদান আলোচনার মাধ্যমে তফসিল পিছনের সুযোগ আছে –ইসি আনিসুর রহমান

বুড়িচংয়ে যাত্রীবাহী বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ৫

  • আপডেট করা হয়েছে সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে
  • গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা 

যাত্রীবাহী বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম হাফেজ মোঃ আবু নাইম (৩০)। তার বাড়ি বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন এর সোন্দ্রম গ্রামের মোঃ আবুল হোসেন এর ছেলে । সোমবার বেলা পৌনে ১১ টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ফরিজপুর ( ইংরেজ কবরস্থান) সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সোমবার পৌনে ১১ টায় সিলেটমূখী যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা কুমিল্লামূখী সিএনজিটিকে চাপা দেয়। এ সময় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আবু নাইমসহ ৬ জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের সম্মিলিত সামরিক হাসপাতাল ( সিএমএইচ) এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু নাইমকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন উসমান গনি ( ৯ মাস) পিতা আবু ইউসুফ গ্রাম শিংবাড়ি খুলা , দেবিদ্ধার, ফাতেমা বেগম (২৫) স্বামী আবু ইউসুফ, শিল্পী বেগম (৫৫) স্বামী লাল মিয়া, রাসেল (৩৫) পিতা লাল মিয়া সর্ব গ্রাম শিংবাড়ি খুলা , দেবিদ্ধার,এবং এনামুল হক (৩৫)) মৃত্যু আব্দুল ওহাব গ্রাম গুনপুর দেবিদ্ধার – কুমিল্লা।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস আরো জানান, মরদেহ থানায় আছে। দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি চালিত অটোরিকশাকে থানায় আনা হয়েছে। বাসের চালকসহ আহত আরো পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান এঘটনায় সন্ধ্যা ৭ টা রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষে কোন লিখিত অভিযোগ দায়ের করে নি। যদি কেউ অভিযোগ দায়ের করে তাহলে আমরা আইন গত ব্যবস্থা নেব।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন